অনেকে বলে আমাকে কেজিএফের ইয়াশের মতো লাগে : আদর আজাদ

আদর আজাদ

‘অনেকেই বলে অভিনেতা আদর আজাদকে নাকি ভারতের দক্ষিণী সিনেমা কেজিএফের চরিত্র ইয়াশের মতো লাগে’, এমনটাই জানালেন অভিনেতা নিজেই।

শনিবার রাতে একটি চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন আসা অভিনেতা আদর আজাদ।

আদর বলেন, ‘আমাকে অনেকেই বলেছে, অনেকেই বলে যে কেজিএফের ইয়াশের মতো লাগে আমাকে। কেজিএফের কথা যদি বলি, তাদের ইন্ডাস্ট্রির সবচাইতে ব্যয়বহুল সিনেমা এমনকি দুর্দান্ত ব্যবসাও করেছে।

সেখান থেকে সৈকত ভাই আমাকে যে লুকটা দিয়েছে তালাশে, ওই খান থেকেই আসলে এই কথাটা শুনেছি। অনেক ভালো লাগে শুনতে। এটা তো ভালো লাগারই একটা বিষয় তাই না?’

kalerkantho

ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে মাহির সঙ্গে আদর 

এই নতুন মুখ বলছেন, ‘যেদিন প্রথম গল্পটা শুনি সেদিনই মনে হয়েছে এই গল্পটা আমার ওপর ভর করেছে। তখনই মনে হয়েছে আমি মজনু হয়ে গেছি। এতো সুন্দর করে গল্পটা বলেছেন সেদিন। তখন একটা শ্যুটিংয়ে ছিলাম। তখন থেকেই মনে হচ্ছে আমি মজনু । ’

তিনি মাহিয়া মাহির বিপরীতে মুক্তি পেতে যাওয়া ওই চলচ্চিত্র নিয়ে কথা বলছিলেন।

সম্প্রতি আদর আজাদ অভিনীত তালাশ ছবিটি মুক্তি পায়। শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করা ওই চলচ্চিত্রটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে এবার মুক্তি পেতে যাওয়া পাখি বলো তারে কেমন ব্যবসা করে সেটাই দেখার বিষয়।

LEAVE A REPLY