বাইডেনের সঙ্গে লিজ ট্রাসের প্রথম বৈঠকই বাতিল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পূর্বনির্ধারিত প্রথম কূটনীতিক বৈঠকই বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যদিও যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের প্রাক্কালে অন্য বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে লিজ ট্রাসের। 

লিজ ট্রাসকে সরকার গঠনের নির্দেশ দেওয়ার মাত্র দুই দিন পর ৮ সেপ্টেম্বর রানি এলিজাবেথ মারা যান। রানির মৃত্যুর পর তার শেষকৃত্যে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সঙ্গে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর কূটনৈতিক বৈঠকের সুযোগ সৃষ্টি হয়। 

অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার ঘোষণা দেয় যে, রোববার বাইডেনের সঙ্গে লিজ ট্রাসের বৈঠক বাতিল করা হয়েছে। 

LEAVE A REPLY