সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে শান্তির আহ্বান

কয়েকদিনের সরকারবিরোধী সহিংস বিক্ষোভের পর শান্তির আহবান জানিয়েছেন হাইতির জ্যেষ্ঠ নেতারা। সহিংসতায় সম্পদ বিনষ্টকারীদের শনাক্ত ও খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বিচারমন্ত্রী বের্তো দর্সে।

ক্যারিবিয়ান অঞ্চলের দরিদ্র দেশটিতে চলমান অস্থিতিশীলতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সরকার ভর্তুকি বন্ধ করে দেওয়ার পর পেট্রোল ও ডিজেলের মূল্য আকাশ ছুঁয়েছে।

মূল্যস্ফীতি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। দেশটির ৪০ শতাংশ অধিবাসীকে এখন খাদ্য সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে।

সহিংসতার জেরে মারা গেছে কয়েকশ মানুষ। বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার। এসবের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ দাবি করছেন।

এ সপ্তাহের শুরুতে দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করে তাদের মরদেহে আগুন দেওয়া হয়।

পোর্ট-অ-প্রিন্সে বিক্ষোভকারীরা জ্বলন্ত টায়ারসহ নানা কিছু দিয়ে রাস্তা আটকে  দেয়। অন্যদিকে দেশের উত্তরের গোনায়েভস শহরে সরকারি ভবন ও বেসরকারি লোকজনের বাসাবাড়িতে হামলা ও লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ খাদ্য কর্মসূচির স্থানীয় কার্যালয়েও হামলা হয়।

স্থানীয়রা বলছেন, সহিংসতার কারণে তাদের আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে। খাবার ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র বলেন, চলমান সহিংসতা দেশটিকে স্থবির করে দিয়েছে। এটি অব্যাহত থাকলে ভয়াবহ মানবিক পরিস্থিতির আরো অবনতি হবে। সূত্র: বিবিসি।

LEAVE A REPLY