বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র ৫১তম জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ

আজ অমর নায়ক সালমান শাহ’র ৫১তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা।  মাত্র ২৫ বছরের জীবন সালমান শাহ’র। ক্ষণজন্মা অথচ কি বিস্তৃত প্রভাব! তখনও যেমন ছিলেন, আজো তেমন উজ্জ্বল রয়েছেন তিনি।

মানুষের মনে এতটা জায়গা নায়করাজ রাজ্জাক পরবর্তী সময়ে কেউ নিতে পারেননি। হয়তো অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্যুতি ছড়াতে পেরেছিলেন, মানুষের হৃদয়ে দাগ কেটে গেছেন। যে দাগটা তাঁর প্রস্থানের এত বছর পরেও সজীব। তাঁর অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজো পোড়াচ্ছে অসংখ্য মানুষের মন।

kalerkantho

সালমান শাহ’র পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোট ভাই শাহরান চৌধুরী ইভান।

সালমান শাহকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। টেলিভিশনেও তাঁর অভিনীত বেশ কিছু নাটক জনপ্রিয়তা পায়। এর আগে ১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হতো। এর কোনও একটি পর্বে ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের একটি গানের মিউজিক ভিডিও পরিবেশিত হয়। হানিফ সংকেতের কন্ঠে গাওয়া এই মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম সবার নজর কাড়েন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন।  

kalerkantho

শাহরুখ খানের সঙ্গে সালমান শাহ

মাত্র ২৭টি সিনেমা দিয়ে দর্শকের হৃদয় জয় করে হয়ে গিয়েছিলেন বাংলা সিনেমার রাজপুত্র। সবগুলোই হয়েছিলো ব্যবসা সফল। তাঁর যাত্রাটা ছিলো একজন প্রতিষ্ঠিত নায়কের মতোই। ১৯৯০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা তিনটি হিন্দি ছবি ‘সানাম বেওয়াফা’, ‘দিল’ ও ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যে কোন একটির বাংলা পুনঃনির্মাণ করার জন্য কিন্তু নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখনই সন্ধান মেলে বাংলা সিনেমার মহানায়কের, বাংলা সিনেমার রাজপুত্রের, বাংলা সিনেমার এই স্টাইল আইকন সালমান শাহের।

‘সানাম বেওয়াফা’ সিনেমার জন্য প্রস্তাব দেয়া হয়। কিন্তু সালমান শাহ না করে দিয়ে জানিয়ে দেন তিনি শুধু ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এর বাংলা সংস্করণ ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ কাজ করতে ইচ্ছুক। এরপরের ইতিহাস তো সকলের জানা। বাংলা সিনেমার শীর্ষ ৫ ব্যবসা সফল সিনেমার তালিকায় এখনও জ্বলজ্বল করছে সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে লাখো ভক্তদের কাঁদিয়ে আত্মহত্যা করেন বাংলা সিনেমার এই মহাতারকা। যদিও তাঁর মৃত্যু আজো রহস্য হয়েই আছে সকলের কাছে।

LEAVE A REPLY