ভারতে ২০০ কোটির ক্লাবে ‘ব্রহ্মাস্ত্র’, দর্শক আগ্রহ বাড়ছে

২০০ কোটির ক্লাবে ‘ব্রহ্মাস্ত্র’

ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে বছরের বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সেই সঙ্গে এ বছর হিন্দিতে সর্বশেষ চলচ্চিত্র হিসেবে ২০০ কোটি আয় করল সিনেমাটি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) ১৭ কোটি আয়ের মাধ্যমে এই মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এসে নতুন করে আবারো দর্শকদের হলমুখী করছে ব্রহ্মাস্ত্র।

kalerkantho

রণবীর কাপুর

অয়ন মুখার্জি পরিচালিত বিগ বাজেটের ফ্যান্টাসি সুপারহিরো সিনেমাটি ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অমিতাভ বচ্চন অভিনীত ব্রহ্মাস্ত্র তাঁর প্রথম দিনেই বিশ্বব্যাপী ৭৫ কোটি রুপি আয় করে নিয়েছে।

kalerkantho

বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে, সিনেমাটি ১০ দিনে ভারতে প্রায় ২১০ কোটি রুপি সংগ্রহ করেছে। সাম্প্রতিক পরিসংখ্যানসহ ‘দ্য কাশ্মীর ফাইল’কে পেছনে ফেলেছে সিনেমাটি। শনিবার এটি বিভিন্ন ভাষায় ভারতে ১৬ থেকে ১৭ কোটি রুপি উপার্জন করেছে। আন্তর্জাতিকভাবে এটি ৩৫০ কোটির ল্যান্ডমার্ক ছাড়িয়ে গেছে। বছরের সবচেয়ে সফল হিন্দি সিনেমা হিসেবেও এখন শীর্ষে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY