পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে করা মামলা থেকে সন্ত্রাসবিরোধী আইনের ধারা (এটিএ) সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। জিও টিভি জানিয়েছে, মামলা খারিজ চেয়ে আবেদনের রায় ঘোষণার সময় সোমবার হাইকোর্ট এ নির্দেশ দেন।
পাকিস্তানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং একজন নারী বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করার জন্য সন্ত্রাসবিরোধী আইনে ইমরান খানের বিরুদ্ধে চলতি বছরের ২০ আগস্ট মামলা হয়। সেই মামলায় কয়েক দফায় তার জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়।
ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী জানান, পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সন্ত্রাসী কার্যকলাপের সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন আদালত।
ইমরান খানের অভিযোগ, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের নানাভাবে হেনস্তা করছে সরকার। এছাড়া ক্ষমতাধর সেনাবাহিনীর সঙ্গে দলটির সম্পর্কে দেয়াল টানতেও সরকার কূটকৌশলে লিপ্ত।
পিটিআইয়ের এক নেতাকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগও করেন ইমরান। এজন্য এক সমাবেশে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও এক বিচারককে দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
ফয়সাল চৌধুরী বলেন, ইমরান খানের বিরুদ্ধে করা মামলা থেকে সন্ত্রাসবিরোধী অভিযোগ ইসলামাবাদ হাইকোর্ট সরিয়ে নিতে বললেও তার বিরুদ্ধে মামলা চলবে। তবে এর কার্যক্রম চলবে সাধারণ আদালতে। সন্ত্রাসবিরোধী আদালতে তার বিচার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
সূত্র: জিও টিভি