যুদ্ধাবসানের পথ খুঁজছেন পুতিন

ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তাঁর ভাষ্য, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট এরদোয়ান জানান, পুতিনের সঙ্গে সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে তাঁর মনে হয়েছে যে, তিনি এ  যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান।  

চলতি মাসেই পূর্বাঞ্চল লুহানস্কের বড় একটি অংশ পুনরায় নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন।

এরদোয়ানও বলছেন, সবকিছু ‘বেশ গোলমেলে’ হয়ে উঠেছে রাশিয়ার জন্য। তুরস্কের নেতা আরো জানান, গত সপ্তাহে উজবেকিস্তানে পুতিনের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে তাঁর।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, খুব শিগগিরই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ২০০ বন্দি বিনিময় হবে। এ বিনিময়ে কারা থাকতে পারে, সে বিষয়ে বিশদ কোনো তথ্য দেননি তিনি।

ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই ‘ভারসাম্যমূলক’ অবস্থান নিয়েছে ন্যাটো সদস্য তুরস্ক। রাশিয়ার ওপর পশ্চিমের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করার পাশাপাশি ইউক্রেন থেকে শস্য বের করে আনতে জাতিসংঘকে মধ্যস্থতায় সহায়তা করতে দেখা গেছে রাষ্ট্রটিকে।  

গত সপ্তাহে এরদোয়ান বলেন, তিনি প্রত্যক্ষ যুদ্ধবিরতি আলোচনা আয়োজনের চেষ্টা করছেন।

সম্প্রতি লুহানস্কের ইউক্রেনীয় নেতা সেরহি হাইদাই বলেছেন, বিলোহরিভকা গ্রাম থেকে পিছু হটেছে রাশিয়ার বাহিনী। অন্যদিকে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলদাররা স্পষ্টতই আতঙ্কে রয়েছে। সূত্র: বিবিসি।

LEAVE A REPLY