বলিউডের ‘রিমেক’ নিয়ে মুখ খুললেন সানি দেওল

বলিউড অভিনেতা সানি দেওল

নিজের চার দশকের কর্মজীবনে সানি দেওল ‘রিমেক’ সিনেমা করা থেকে অনেকটাই দূরে থেকেছেন। নিজের জনপ্রিয় কিছু রিমেক বাদে তিনি যত্রতত্র রিমেক সিনেমায় হাত দেননি।  ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’-এর পাশাপাশি আসন্ন ‘আপনে’ এবং ‘গাদার ২’-এর সিক্যুয়েলগুলো ন্যায্য হিসেবেই দেখছেন তিনি। তবে চ্যাম্পিয়নের মতো কয়েকটি চলচ্চিত্রের রিমেক তিনি এড়িয়ে গেছেন।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, সানি রিমেক বিষয়ে তাঁর সাধারণ অপছন্দের কথা বলেছেন।

kalerkantho

সানি দেওল ১৯৮৩ সালে ‘বেতাব’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর অর্জুন, ঘায়েল, বর্ডার, গাদারসহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে কাজ করেছেন। নব্বইয়ের দশকে সানি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। তাঁর সিনেমার বক্স অফিস আয় ও তাঁর জনপ্রিয়তা এতটাই ছিল যে নব্বইয়ের দশকে সব ধরনের সিনেমার স্ক্রিপ্ট প্রথমে তাঁর কাছেই যেত। সানিও বেছে বেছেই সিনেমা নির্বাচন করেছেন সব সময়।  সাম্প্রতিক সাক্ষাৎকারে সানি বলেছেন যে তিনি ‘আসল এবং তাজা’ বিষয়বস্তু খোঁজেন, যা রিমেকের মধ্যে তিনি পান না। সিনেমার একটি ‘আত্মা’ থাকে, যা রিমেকে আর থাকে না।

kalerkantho

সানি আরো বলেন, আশির দশকে নিজের ক্যারিয়ার শুরু করার সময় নতুন চলচ্চিত্র পাওয়ার জন্য ভাগ্যবান ছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমার বাবা (ধর্মেন্দ্র), অমিত জি (অমিতাভ বচ্চন), শত্রু জি (শত্রুঘ্ন সিনহা), এই সমস্ত অভিনেতা সেখানে ছিলেন। সিনেমা ছিল ভিন্ন ধারার। আর আমি বেতাব, অর্জুন, ইয়াতিম নিয়ে এসেছি এবং এই সিনেমাগুলো সব আলাদা ছিল। আমি এসব করতে উপভোগ করছিলাম এবং যথেষ্ট ভাগ্যবান যে এত চমৎকার পরিচালক এবং লেখকরা আমাকে খুঁজে পেয়েছিল এবং আমিও তাদের খুঁজে পেয়েছি। এভাবেই এগিয়েছি আমি। ’

kalerkantho

সানিকে শীঘ্রই ‘চুপ : রিভেঞ্জ অব দি আর্টিস্ট’-এ দেখা যাবে, যেখানে তিনি একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। আর. বাল্কি পরিচালিত সিনেমাটিতে দুলকার সালমান এবং শ্রেয়া ধনোয়ানথারিও অভিনয় করেছেন। সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY