উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষে ‘দ্য উইম্যান কিং’

‘দ্য ওম্যান কিং’

ভায়োলা ডেভিসের নেতৃত্বে অ্যাকশন মহাকাব্য ‘দ্য উইম্যান কিং’ সহজেই উত্তর আমেরিকার বক্স অফিস জয় করেছে। সিনেমাটি প্রথম সপ্তাহ শেষে প্রেক্ষাগৃহে এখনো নিজেদের দখল রেখেছে। নতুন কিছু সিনেমার রিলিজের ভিড়েও বেশ শক্ত অবস্থান ধরে রেখেছে সিনেমাটি।

kalerkantho

‘দ্য উইম্যান কিং’ সিনেমার একটি দৃশ্য

রবিবার (১৮ সেপ্টেম্বর) সনির অনুমান অনুসারে জিনা প্রিন্স-বাইথউড পরিচালিত সিনেমাটি প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং টিকিট বিক্রিতে ১৯ মিলিয়ন ডলার আয় করেছে।

 সনি এবং ট্রাইস্টার দ্বারা ‘দ্য উইম্যান কিং’ ৩৭৬৫টি স্থানে প্রচারিত হয়েছিল এবং এটির নির্মাণ বাজেট ৫০ মিলিয়ন ডলার। ই. ওয়ানের নির্মাণে সিনেমাটি ঝড় তুলেছে উত্তর আমেরিকার বক্স অফিসে।

kalerkantho

‘দ্য উইম্যান কিং’ সিনেমার একটি দৃশ্য

১৮০০-এর দশকে পশ্চিম আফ্রিকার ডাহোমি রাজ্যের সর্ব-মহিলা সেনাবাহিনী ‘অ্যাগোজি’ সম্পর্কে নির্মিত চলচ্চিত্রটি টরন্টো চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশের পর বেশ উজ্জ্বল পর্যালোচনা পেয়েছে। এটি বর্তমানে রটেন টমেটোসে ৯৪ শতাংশ রেটিং নিয়ে বেশ শক্ত অবস্থান করছে। এমনকি থিয়েটার শ্রোতারাও ঠিক ততটাই উৎসাহী বলে মনে হচ্ছে।

বিরল ‘এ প্লাস’ সিনেমাস্কোর পাওয়া সিনেমাটি আগামী সপ্তাহগুলোতে আরো শক্তিশালী আয় করতে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY