রাশিয়াকে অবশ্যই উপযুক্ত শাস্তি পেতে হবে: জেলেনস্কি

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, আগ্রাসনের জন্য রাশিয়াকে অবশ্যই ‘উপযুক্ত সাজা’ পেতে হবে।

আগে থেকে রেকর্ড করা ভিডিও বক্তব্যে ইউক্রেনের নেতা একটি বিশেষ যুদ্ধ ট্রাইব্যুনাল গঠনের দাবি করার পাশাপাশি রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের বিবরণ তুলে ধরেন। জেলেনস্কি তার দেশকে আরো সামরিক সহায়তা দেওয়া এবং বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য একটি শান্তির পরিকল্পনাও পেশ করেন।

অধিবেশনে উপস্থিত অনেকে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যকে দাঁড়িয়ে অভিবাদন জানান।

সূচনা বক্তব্যে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধের মাধ্যমে বিপর্যয়কর অশান্তি’ সৃষ্টি করার অভিযোগ করেন।

জেলেনস্কির এ ভাষণের দিনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে লড়ার জন্য ৩ লাখ রিজার্ভ সেনা তলবের ঘোষণা দেন। পুতিনের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়ার রাস্তায় বিক্ষোভ হয়েছে যা ইদানিং বিরল ঘটনা। জেলেনস্কি বলেন, পুতিনের এই পদক্ষেপ দেখাচ্ছে তিনি শান্তি আলোচনার বিষয়ে আন্তরিক নন।

সূত্র: বিবিসি?

LEAVE A REPLY