ম্রুণাল সত্যিকারের প্রিন্সেস : কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত ও ম্রুণাল ঠাকুর

কঙ্গনা রানাওয়াত সম্প্রতি দুলকার সালমান এবং ম্রুণাল ঠাকুর অভিনীত পিরিয়ড ড্রামা ফিল্ম ‘সীতা রামাম’ দেখেছেন এবং সিনেমাটির প্রশংসা করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করা বার্তাগুলোর একটিতে কঙ্গনা বলেছেন, সিনেমাটির ‘অসাধারণ চিত্রনাট্য এবং পরিচালনা’ এটিকে চমৎকার করে তুলেছে। তিনি ম্রুণালকে ‘অসাধারণ’ উল্লেখ করে বলেন, প্রিন্সেস নূরজাহান চরিত্রটি ম্রুনাল ছাড়া অন্য কেউই করতে পারত না। নূরজাহান তথা সীতা মহালক্ষ্মী চরিত্রটি একমাত্র ম্রুনালই চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পেরেছে, যা অন্য কারো পক্ষেই সম্ভব হতো না।

kalerkantho

‘সীতা রামাম’ সিনেমায় ম্রুণাল ঠাকুর

সিনেমাটির রিভিউতে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, “অবশেষে ‘সীতা রামাম’ দেখার সময় পেয়েছি এবং দর্শনীয় অভিজ্ঞতা থেকে আমি অবশ্যই বলতে চাই যে এটি একটি মহাকাব্যিক প্রেমের গল্প। অসাধারণ চিত্রনাট্য এবং পরিচালনা। পরিচালক হনু রাঘবপুদিকে অভিনন্দন। সিনেমাটির সব বিভাগে তিনি আশ্চর্যজনকভাবে কাজ করেছেন। ’

kalerkantho

‘সীতা রামাম’ সিনেমায় ম্রুণাল ঠাকুর

কঙ্গনা আরো বলেছেন, ‘সব অভিনেতাই আশ্চর্যজনকভাবে ভালো করেছেন সিনেমাটিতে। কিন্তু সবচেয়ে আলাদা ছিল ম্রুণালের অভিনয়। সিনেমাটির কাস্টিং ছিল দারুণ। তাঁর আচরণে সংযত আবেগ এবং বিরল মর্যাদা ছিল, যা অন্য কোনো অভিনেত্রী চিত্রিত করতে পারতেন না। কী একটি ভয়ঙ্কর কাস্টিং! সত্যিই একজন রানি। জিন্দাবাদ ঠাকুর সাব (ম্যাডাম)। এখন আপনি রাজত্ব শুরু করুন। ’ 

তিনি তাঁর নোটের সঙ্গে একটি রানির ইমোজিও শেয়ার করেছেন।

kalerkantho

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা তাঁর আসন্ন সিনেমা ‘ইমার্জেন্সি’র চিত্রগ্রহণে ব্যস্ত, যেটিতে তিনি অভিনয় করছেন এবং পরিচালনা করছেন। এ ছাড়া বেশ কিছু সিনেমা হাতে রয়েছে এই অভিনেত্রীর।

সূত্র : হিন্দুস্তান টাইমস।


LEAVE A REPLY