মাথার স্কার্ফ পোড়াচ্ছেন ইরানি নারীরা

তেহরানের পুলিশ হেফাজতে মাশা আমিনির (২২) মৃত্যুর প্রতিবাদে মাথার চুল কেটে ফেলছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের বাসিন্দা ইরানি নারী নাসিবে সামসাই। পাঁচ রাত ধরে চলা এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের ছোট-বড় বেশ কয়েকটি শহরে। শুধু তুরস্ক নয়, তেহরানের উত্তরে সারি এলাকায় বেশ কয়েকজন নারীও এদিন মাথার স্কার্ফ পুড়িয়ে ফেলে। বিক্ষোভের ঘটনা যাকে ঘিরে সেই মাশা আমিনি তিন দিন কোমায় থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে মারা যান। নারীদের চুল ঢেকে রাখতে হিজাব ব্যবহার এবং হাত-পা ঢোলা কাপড়ে ঢেকে রাখা আইনভঙ্গের অপরাধে ১৩ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে ইরানের নৈতিক পুলিশ। আটক অবস্থায় ডিটেনশন সেন্টারে তিনি অচেতন হয়ে পড়েন।

একপর্যায়ে কোমায় চলে যান। ইরানের কুর্দিস্তান প্রদেশের বাসিন্দা মাশা তেহরানে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এএফপি।

LEAVE A REPLY