‘ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার আহ্বান’

শ্যামনগর উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ। ছবি- কালের কণ্ঠ।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা উপকূলে ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ শুক্রবার উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই আহ্বান জানানো হয়।

বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচি-২০২২ উপলক্ষে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও উপজেলা যুব ফোরামের আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন ফোরামের সদস্য অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, উপজেলা যুব ফোরামের সভাপতি মোমিনুর রহমান ও সম্পাদক মাকসুদুর রহমান মিলন, শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক জান্নাতুল নাঈম প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চল তথা সারা বিশ্বের উন্নয়নের সকল পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বাংলাদেশ কোনো ভূমিকা না রেখেও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা ও ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠার জন্য সুইডেনের স্কুলছাত্রী প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গের ফ্রাইডেজ ফর ফিউচার, সারা বিশ্বের সাধারণ জনগণ, যুব ও স্কুল ছাত্ররা জনসমাবেশ, র‌্যালি, মানববন্ধন ও পথসভা করছে। সারা বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বক্তারা আরো বলেন, আমরা উপকূলে বাস করি। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই মুহূর্তে সচেতন না হলে আমাদেরকে ভয়াবহ বিপদে পড়তে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

LEAVE A REPLY