বেলারুশে সেনা সমাবেশ নিয়ে যা বললেন লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার মতো তার দেশ সেনা সমাবেশের কোনো পরিকল্পনা করছে না। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে লুকাশেঙ্কো বলেন, রাশিয়ায় সেনা সমাবেশ করা হচ্ছে। কিন্তু এখানে সে রকম কোনো ব্যাপার নেই। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেন।

ইউক্রেনে মস্কোর আক্রমণকে সমর্থন করার জন্য বেলারুশে নতুন ব্যবস্থা ঘোষণা করার পরিকল্পনা করছেন এমন গুজবের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো এ কথা বলেন । 

রাশিয়া বেলারুশের প্রধান সমর্থক এবং দুই প্রতিবেশী একটি সীমান্তহীন তথাকথিত ‘ইউনিয়ন স্টেট’ বা ঐক্য রাষ্ট্রের অংশ। 

রাশিয়া তার আক্রমণ শুরু করার আগে সামরিক মহড়ার অজুহাতে বেলারুশের ভূখণ্ডে বাহিনী, ক্ষেপণাস্ত্র এবং বিমান মোতায়েন করেছিল। বেলারুশের উত্তরে ইউক্রেনের সীমান্তে রয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর প্রকাশ্যেই মস্কোর সমর্থন জানিয়ে আসছে বেলারুশ। 

LEAVE A REPLY