ইউক্রেন যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিল উজবেকিস্তানের শীর্ষ ইসলামী কর্তৃপক্ষ

উজবেকিস্তানের শীর্ষ ইসলামী কর্তৃপক্ষ মুসলিম বোর্ড উজবেকদের ইউক্রেনের সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দ্য মুসলিম বোর্ডের দাবি, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া ‍বিদেশিদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিলেও এই ধরনের কর্মকাণ্ড হবে ইসলামী বিশ্বাসের পরিপন্থি। 

মুসলিম বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কিছু ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্যরা ’জিহাদ’ বা পবিত্র যুদ্ধের অজুহাতে ইউক্রেন সংঘাতে লড়াই করার জন্য মুসলমানদের নিয়োগ করছে।

কিন্তু প্রকৃতপক্ষে একজন মুসলমানের জন্য তাদের স্বদেশ রক্ষা করা ছাড়া কোনো সামরিক অভিযানে অংশগ্রহণ করা জায়েজ হয় বলে মুসলিম বোর্ড জানিয়েছে । 

চলতি সপ্তাহেই উজবেকিস্তানের রাষ্ট্রের কৌঁসুলিরা জানায়, অন্য দেশের যুদ্ধে লড়াই করা নাগরিকদের উজবেক আইনের অধীনে ফৌজদারি বিচারের মুখোমুখি হতে হবে। এর পরই উজবেকিস্তানের শীর্ষ ইসলামী কর্তৃপক্ষ এই মন্তব্য করল।

LEAVE A REPLY