আড়াই বছর পর পর্যটকদের জন্য দুয়ার খুলল ভুটান

প্রতীকী ছবি

করোনাভাইরাস মহামারির কারণে আড়াই বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে আন্তর্জাতিক পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল ভুটান। আজ শনিবার থেকে পুনরায় ভুটানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা।

পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি নামে একটি সংশোধন এনেছে ভুটান। গত তিন দশক ধরে টেকসই উন্নয়ন ফি ৬৫ ডলার রাখা হলেও এখন তা বাড়িয়ে ২০০ ডলার করা হয়েছে।

দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে পর্যটকদের অতিরিক্ত অর্থ গুনতে হবে।

ভাুটান ২০২০ সালের মার্চে পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়। করোনাভাইরাসে প্রথম একজন সে দেশে শনাক্ত হওয়ার পরই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু দেশটির আয়ের অন্যতম উৎস পর্যটন। সে কারণে দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ভুটানকে।

দেশটির জনসংখ্যা আট লাখের কিছু কম। সে দেশে এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২১ জন। নিয়ন্ত্রিত পরিকল্পনার কারণে ছোট্ট দেশটি করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।

সূত্র: সিএন ট্রাভেলার

LEAVE A REPLY