তুরস্কের সীমান্তের কাছে অবস্থিত দুটি বেসামরিক দ্বীপ সামোস ও লেসবোসে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র যান মোতায়েন করেছে গ্রিস।
এ বিষয়টির প্রতিবাদ জানাতে সোমবার গ্রিসের রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক। তাছাড়া যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানিয়েছে একটি চিঠিও পাঠিয়েছে দেশটি।
তার্কিস সংবাদ সংস্থা আন্দলু নিউজ জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিসের রাষ্ট্রদূতকে বলেছে, কোনো বিলম্ব ছাড়া গ্রিসকে ‘নিয়ম ভঙ্গ’ করা বন্ধ করতে হবে এবং এ দ্বীপ দুটিকে জাতিসংঘ বেসামরিক হিসেবে যে স্বীকৃতি দিয়েছে সেটি বজায় রাখতে হবে।
তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ আলাদাভাবে বলেছেন, গ্রিস উস্কানি দিচ্ছে এবং বিপদজনক খেলা খেলছে।
তিনি বলেছেন, গ্রিস রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক কোনো দিক দিয়ে কখনো তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ হতে পারবে না।
গত সপ্তাহে দ্বীপ দুটির দুটি স্যাটেলাইট ছবি প্রকাশ করে তুরস্ক। তারা জানায়, উস্কানি দিতে তুরস্ক এখানে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক যান নিয়ে এসেছে।
সূত্র: আল আরাবিয়া