দোনেৎস্কে রুশ হামলায় ইউক্রেনের ৪০ সেনা নিহত

দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং রাশিয়ান সেনাবাহিনীর ইউনিটগুলির সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একদিনে ৪০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার ডিপিআর পিপলস মিলিশিয়ার ডেপুটি চিফ এডুয়ার্ড বাসুরিন এই তথ্য নিশ্চিত করেন। সূত্র: তাসের।

তিনি বলেন, ‘ডিপিআর ইউনিট এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর যৌথ পদক্ষেপগুলি নিম্নলিখিত শত্রুর অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে, দুটি বিএম-২১ গ্র্যাড রকেট লঞ্চার, দুটি ড্রোন, সাতটি সাঁজোয়া যান এবং বিশেষ সরঞ্জাম।’

পিপলস মিলিশিয়ার টেলিগ্রাম চ্যানেল বাসুরিনকে উদ্ধৃত করে জানিয়েছে, জাতীয়তাবাদী শত্রু কর্মীদের মধ্যে হতাহতের সংখ্যা ৪০ জনেরও বেশি।’

বাসুরিন আরও জানিয়েছেন যে, প্রজাতন্ত্রে ইউক্রেনীয় সেনাদের দ্বারা পুঁতে রাখা অ্যান্টি-পার্সোনেল মাইন লেপেস্টক ধ্বংস করার কাজ অব্যাহত রয়েছে। 

LEAVE A REPLY