আরও দুটি মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

বৃহস্পতিবার আরও দুটি ব্যালাস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। 

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ কোরিয়া সফরে এসেছিলেন। বৃহস্পতিবার তিনি সফর শেষে দক্ষিণ কোরিয়া ছাড়ার পরপরই দুটি ব্যালাস্টিক মিসাইল ছুঁড়ে উত্তর কোরিয়া। 

কমলা হ্যারিস বৃহস্পতিবার সকালে ডিমিলিটারাইজড জোনে আসেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সমালোচনা করে বলেন, উত্তর কোরিয়া একনায়কতন্ত্রের দেশ, তারা মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ অস্ত্র কার্যক্রম চালায়। যেগুলো আন্তর্জাতিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করছে।

তিনি দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র সবসময় তাদের পাশে আছে। 

তাছাড়া তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের চাওয়া এই অঞ্চলটি একটি পারমাণবিক অস্ত্র মুক্ত দেশ হবে। 

এদিকে উত্তর কোরিয়ার হাত থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে দেশটিতে ২৮ হাজার ৫০০ সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধীতা করে উত্তর কোরিয়া। 

সূত্র: এএফপি

LEAVE A REPLY