‘বুমরাহর বিশ্বকাপ এখনো শেষ হয়ে যায়নি’

আবারও চোটে পড়েছেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। পিঠের চোট তাকে বারবার ভোগাচ্ছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বুমরাহর চোট ভারতের জন্য দুঃসংবাদ।

 বিশ্বকাপে জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে প্রবল শঙ্কা থাকলেও হাল ছাড়তে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি এখনো বুমরাহকে নিয়ে আশা দেখছেন।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সিরিজ উপলক্ষে অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ। ফলে পরদিন তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। ওই দিন বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে তার পিঠে স্ক্যান করিয়ে ইনজুরি ধরা পড়ে। বুমরাহের অবস্থা নিয়ে সৌরভ বলেছেন, ‘বুমরাহ এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে একটি চূড়ান্ত নেওয়া হবে। ‘

উল্লেখ্য, পিঠের চোটের কারণে এশিয়া কাপ খেলতে পারননি বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ফিরেও সুবিধা করতে পারেননি।  ২৮ বছর বয়সী পেসারের সুস্থ হয়ে উঠতে কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছেন বুমরাহ।

LEAVE A REPLY