ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে রবিবার মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটির আগে বেশ সতর্ক ম্যানসিটি কোচে পেপ গার্দিওলা।
এবারের ইপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে ম্যানইউ।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে গার্দিওলা বলেন, ‘ঘরের মাঠে খেলব বলে ম্যাচটিকে হালকাভাবে নেওয়া যাবে না। মনে রাখতে হবে প্রতিপক্ষের নাম ম্যানচেস্টার ইউনাইটেড, যাদের বিপক্ষে সামান্যতম একটা ভুলের জন্য বড় মাশুল দিতে হতে পারে। আমাদের দলকে ৯০ মিনিট নিখুঁত এবং সুন্দর ফুটবল খেলতে হবে। ’
দুর্দান্ত ফর্মে থাকা আর্লিং হালান্ডকে নিয়েও কথা বলেছেন গার্দিওলা, ‘আর্লিং কী করতে পারে, সেটা সবাই দেখছেন। আমি ওর উপরে খুব বেশি চাপ দিতে চাই না। ওকেই ইপিএলের প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা অনুধাবন করতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রয়োগ করতে হবে। গোলটা খুব ভালো চেনে হালান্ড। আশা করি, এই ম্যাচেও (ম্যানইউয়ের বিপক্ষে) গোল করার সর্বাত্মক চেষ্টা করবে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হল, পুরো সময় এক তালে খেলা। সেটায় সফল হলে গোলও পেয়ে যাবে। ’