পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০০ তে উঠল

বিবিসির পরিসংখ্যান অনুসারে এ বছর ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক অভিযানের ব্যাপক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এসব নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার পূর্ব জেরুজালেমে এক ১৮ বছর বয়সী তরুণকে গুলি করে হত্যা করা হয়। এর এক সপ্তাহ আগেই ইসরায়েলি বাহিনী জেনিনের একটি বাড়িতে ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়লে একজন বন্দুকধারী এবং অন্য তিনজন নিহত হয়।

এর মধ্য দিয়ে সংখ্যাটি একশতে পৌঁছায়।

এর অর্থ দাঁড়াচ্ছে, এই বছরটি পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য ২০১৫ সালের পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হতে চলেছে।

নিহতদের বেশিরভাগই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে। কিছুসংখ্যক মারা যায় সশস্ত্র ইসরায়েলি নাগরিকদের গুলিতে।

অল্পসংখ্যক ক্ষেত্রে গুলির উত্স (ফিলিস্তিনি না ইসরায়েলি) নিয়ে বিতর্ক ছিল। অন্যদিকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক গ্রেপ্তার অভিযানের সময় একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।

মানবাধিকার গোষ্ঠী শঙ্কা প্রকাশ করার পাশাপাশি পরিসংখ্যান দিয়ে বলেছে, নিহত ফিলিস্তিনিদের প্রায় এক-পঞ্চমাংশই ছিল শিশু। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল ১৪ বছর বয়সী। সূত্র: বিবিসি

LEAVE A REPLY