রাশিয়া ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লাইমান থেকে সৈন্য প্রত্যাহার করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রার ক্ষেত্রে সাফল্যজনক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাজার হাজার সৈন্য শহরটি ঘিরে ফেলতে পারে বলে আশঙ্কা ছিল। সে কারণে রুশ সৈন্যরা সেখান থেকে পিছু হটেছে।
লাইমানকে পুনরুদ্ধার করা ইউক্রেনের জন্য কৌশলগতভাবে বেশ তাৎপর্যপূর্ণ। শহরটি ব্যবহার করে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করছিল রাশিয়া। এবার ইউক্রেনীয় সৈন্যরা দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আরো বেশি এলাকায় প্রবেশাধিকারের সুযোগ পাবে।
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখানো হয়, ইউক্রেনের সৈন্যরা শহরটির উপকণ্ঠে তাদের জাতীয় পতাকা ওড়াচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, যদিও নীল ও হলুদ রং আবার লাইমানে উড়েছে; তবে সেখানে লড়াই ‘এখনো চলছে’। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সূত্র : বিবিসি।