জন্মদিনের অনুষ্ঠান থেকে ধরা পড়া পলাতক ফরেনজা মারফি (৩১)। (ছবি : হেনরি কাউন্টি শেরিফের কার্যালয়)অ-অঅ+
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের কাছ থেকে পলাতক একজনকে জর্জিয়া অঙ্গরাজ্যে তার জন্মদিনের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জর্জিয়ার হেনরি কাউন্টি শেরিফের কার্যালয় শনিবার এক ঘোষণায় জানিয়েছে, ৩১ বছর বয়সী ফরেনজা মারফিকে শেরিফ কার্যালয়ের বিশেষ তদন্ত দল ম্যাকডোনা শহর থেকে গ্রেপ্তার করেছে।
ফক্স ৫ আটলান্টা এক প্রতিবেদনে বলেছে, কর্মকর্তারা একটি সুত্রে জেনেছিলেন যে মারফি তার জন্মদিন উদযাপন করতে পরিবারের এক সদস্যের বাড়িতে রয়েছে।
শনিবার দুপুরে তাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট ফেসবুকে বলেছেন, ‘আপনি যদি হেনরি কাউন্টিতে প্রবেশ করেন, আমরা আপনাকে খুঁজে বের করব। আপনাকে না ধরা পর্যন্ত আমরা থামব না। ‘
জানা গেছে, মারফি ডাকাতির অভিযোগে ব্রিজপোর্ট শহরের সংশোধনাগারে চার বছরের সাজা ভোগ করছিলেন। তিনি সেখান থেকে অনুমতি ছাড়াই পালিয়ে যান।
মারফিকে বর্তমানে হেনরি কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হবে বলে আশা করা হচ্ছে।
শেরিফের কার্যালয় জানিয়েছে, মারফি ৮ আগস্ট থেকে পলাতক ছিল।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট।