ব্রাসিলিয়ায় এক কেন্দ্রে ভােটারদের সারি-ছবি: এএফপিঅ-অঅ+
ব্রাজিলে স্থানীয় সময় রবিবার সকাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জরিপে এগিয়ে ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা।
ধারণা করা হচ্ছে, প্রথম রাউন্ডেই বড় ব্যবধানে জিতে যাবেন লুলা ডা সিলভা। তবে সে ফলাফল বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো মেনে নেবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।
ব্রাজিলের জনগণের মধ্যে এ নির্বাচনকে কেন্দ্র করে গভীর বিভক্তি দেখা গেছে। বলসোনারো আগেই তাঁর স্বভাবজাত ভঙ্গিতে ঘোষণা করেছেন, ‘শুধু ঈশ্বরই’ তাঁকে ক্ষমতা থেকে সরাতে পারবেন।
অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভা ৭৬ বছর বয়সে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন। ক্ষমতাসীন বলসোনারো পরাজিত হলে দেশে ‘অস্থিরতা’ সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তিনি।
ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং প্রক্রিয়ার বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ তুলেছেন বলসোনারো। নির্বাচনী প্রক্রিয়ার ওপর তাঁর এ সরাসরি আক্রমণকে ভালো চোখে দেখছেন না অনেকেই। পরামর্শক প্রতিষ্ঠান প্রসপেকটিভার রাজনৈতিক বিশ্লেষক আড্রিয়ানো লউরেনো বলেন, ‘আমি মনে করি, পরাজিত হলে নির্বাচনকে চ্যালেঞ্জ জানাবেন বলসোনারো। ’
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ব্রাজিলের নির্বাচনকে তারা ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছেন।
সূত্র: এএফপি।