দুই দিনেই ১৫০ কোটি আয় করল ‘পোন্নিয়ান সেলভান’

পোন্নিয়ান সেলভান+

মণি রত্নম পরিচালিত বহুল আলোচিত ও প্রতীক্ষিত তামিল ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা, ‘পোন্নিয়ান সেলভান : ১’ মুক্তির প্রথম দিনই দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছিল। সেই ধারা অব্যাহত রেখে দ্বিতীয় দিনেও বক্স অফিস দখলে রেখেছে সিনেমাটি। মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি বক্স অফিসে ৭০ কোটি রুপি আয় করেছে।

kalerkantho

উপন্যাস থেকে গৃহীত গল্পে নির্মিত সিনেমাটিতে বিক্রম, জয়ম রবি, কার্তি, ত্রিশা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি সমালোচক মহলেও প্রশংসিত হয়েছে এবং ভক্ত ও চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে।  তামিল, তেলেগু, হিন্দি, কন্নড় এবং মালায়লাম ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি এবং প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পাচ্ছে।

kalerkantho

ফিল্ম নির্মাতারা ১ অক্টোবর একটি অফিসিয়াল ঘোষণায় জানিয়েছিলেন যে সিনেমাটি উদ্বোধনী দিনে বক্স অফিসে ৮০ কোটি রুপি আয় করেছে। এখন, দুই দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ১৫০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে ভালো আয় করবে বলে আশা করা হচ্ছে কারণ এটির প্রতি দর্শকদের সাড়া অনেক বেশি দেখা যাচ্ছে।  

kalerkantho

‘পোন্নিয়ান সেলভান : ১’ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আরো রয়েছেন শরৎকুমার, পার্থিবন, নাসের, প্রকাশ রাজ, রহমান, বিক্রম প্রভু, ঐশ্বর্য লক্ষ্মী, জয়রাম এবং প্রভু। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। এর গল্প আবর্তিত হয়েছে চোল রাজবংশের চারপাশ ঘিরে।  কিভাবে রাজা অরুণমোঝি বর্মণ রাজা চোজান হন, সেই গল্প নিয়েই নির্মিত সিনেমাটি।  সিনেমাটি দুটি অংশে তৈরি হচ্ছে এবং পরিচালক মণি রত্নম নিশ্চিত করেছেন যে সিনেমাটির দ্বিতীয় অংশটি ৯ মাসের মধ্যেই মুক্তি পাবে।  

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

LEAVE A REPLY