পুতিনকে ‘সহিংসতা ও মৃত্যুর চক্র’ বন্ধের অনুরোধ করলেন পোপ

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর সাত মাস পর প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আলজাজিরা জানিয়েছে, ‘সহিংসতা ও মৃত্যুর চক্র’ বন্ধে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

আবেগঘন এক বক্তৃতায় পোপ ফ্রান্সিস বলেন, ‘নদীসম রক্ত ও কান্না’ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করারও নিন্দা করেছেন তিনি।

পোপ ফ্রান্সিস বলেন, এটি পারমাণবিক উত্তেজনার ঝুঁকি আরো বাড়িয়েছে। সেন্ট পিটারস স্কয়ারে ইউক্রেনের উদ্দেশে দেওয়া ভাষণের সময় পুতিনকে নিজের জনগণের কথা চিন্তা করারও আহ্বান জানান পোপ।

সর্বোপরি রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের প্রতি আমার আবেদন, তাকে (পুতিন) অনুরোধ করছি- সহিংসতা ও মৃত্যুর এই চক্র বন্ধ করার জন্য। এমনকি তার নিজের লোকদের প্রতি ভালোবাসা থেকে হলেও, বলেন পোপ ফ্রান্সিস।

লড়াই বন্ধের প্রস্তাবগুলো বিবেচনা করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিও আহ্বান জানিয়েছেন ভ্যাটিকেনের এই ধর্মীয় নেতা।

পোপ ফ্রান্সিস বলেছেন, হামলার ফলে ইউক্রেনের জনগণের ব্যাপক দুর্ভোগে ব্যথিত দেশটির প্রেসিডেন্ট। তার প্রতিও একইভাবে আশাবাদের সঙ্গে আমার আবেদন- যেকোনো আন্তরিক শান্তি প্রস্তাব গ্রহণে তিনি যেন উদার হন।
সূত্র: আলজাজিরা।

LEAVE A REPLY