ইরানের বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত : খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: এএফপি

ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার অভিযোগ করেছেন, দেশের চলতি বিক্ষোভের পেছনে ‘চিরশত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে।  

কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তেহরানের একটি অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে এসে খামেনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব দাঙ্গা ও নিরাপত্তাহীনতার ঘটনা বিদেশের কিছু বিশ্বাসঘাতক ইরানির সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও তার পরিচালিত মিথ্যাবাদী ইহুদিবাদী শাসক এবং তাদের এজেন্ট দ্বারাই সংঘটিত হচ্ছে। ’ 

খামেনি আরো বলেন, এ ধরনের বিক্ষোভ ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। মাশা আমিনির মৃত্যু না হলে দেশকে অস্থিতিশীল করার অন্য অজুহাত তৈরি করা হতো।

এর আগে সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে ইরানের রক্ষণশীল সরকারের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রবিবার মন্তব্য করেন, ইরানের শত্রুরা ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে।

এদিকে মাশা আমিনির অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ দমন করতে রবিবার রাতে পুলিশ রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়।  

তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীদের বিক্ষোভ বন্ধ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। খবরে বলা হয়, ইরানের মধ্যাঞ্চলের ইসফান বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়েছে।

‘ত্রুটিপূর্ণভাবে’ হিজাব পরার অপরাধে ইরানের ‘নৈতিকতা পুলিশ’ কুর্দি তরুণী মাশা আমিনিকে হেফাজতে নিয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হওয়ার পর দেশব্যাপী এ বিক্ষোভ শুরু হয়। এ পর্যন্ত ইরানের প্রায় দেড় শ শহরে বিক্ষোভ ছড়িয়েছে। দেশজুড়ে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই বিক্ষোভ চলছে। বিদেশেও বহু জায়গায় প্রতিবাদ হয়েছে।

রবিবার পর্যন্ত চলমান বিক্ষোভে ৯২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা নিয়ে সুস্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি। সূত্র : এএফপি, আলজাজিরা।

LEAVE A REPLY