বিদেশি পর্যটক টানতে মদে নিষেধাজ্ঞা তোলার দাবি বিহারে

ভারতের বিহার রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সে কারণেই নাকি সেখানকার পর্যটনশিল্প ক্ষতির সম্মুখীন হয়েছে। এই শিল্পের সুদিন ফেরাতে বিহার সরকারের কাছে মদে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বললেন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশনের (আইআরসিটিসি) এক কর্মকর্তা।

তিনি দাবি করেছেন, মদ নিষিদ্ধ থাকার কারণে বিদেশি পর্যটকরা বিহারে আসছেন না।

বিহারে পর্যটন প্রচারের জন্য মদ্যপানের অনুমতি দেওয়া উচিত। যাতে অন্য দেশগুলো থেকে পর্যটকরা বিহারে আসেন।  

আইআরসিটিসির ইস্ট জোনের ব্যবস্থাপক জাফর আজম একটি অনুষ্ঠানে বলেছেন, বিহারের পর্যটন বিকাশের জন্য মদ অপরিহার্য। আইআরসিটিসি বিহারে বিদেশি পর্যটকদের আনার বিষয়ে কাজ করছে। আমি শিগগিরই এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলব।

আইআরসিটিসির অন্য কর্মকর্তাদের সঙ্গে জাফর আজমের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে আজমকে বিহারের পর্যটন সম্ভাবনা, বিশেষ করে ধর্মীয় পর্যটনের ব্যাখ্যা করতে দেখা গেছে।  

ওই কর্মকর্তাকে বলতে শোনা যায়, বিহার হলো ভারতের একমাত্র রাজ্য; যেখানে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং এমনকি ব্রিটিশ আমলের পর্যটন স্থান রয়েছে। সরকার যদি ভারতে বৈদেশিক মুদ্রা চায়, বিহার সরকারের মদে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। তাদের জীবনধারা অনুসরণ করার জন্য বিদেশি পর্যটকদের বিহারে মদ্যপানে অনুমতি দেওয়া উচিত। আমরা যেমন পানি পান করি, তেমনি বিদেশিরা মদ পান করেন।  

ওই কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য বিহার সরকার আইআরসিটিসির সুপারিশ গ্রহণ করবে। বিহার সরকার সুপারিশ নিয়ে কাজ করলেই কয়েক কোটি ডলার বিদেশি মুদ্রা লাভ করবে। এ ছাড়া কমপক্ষে ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে।

প্রতিবছর প্রায় সাড়ে তিন কোটি পর্যটক বিহারে আসেন। তাদের মধ্যে প্রায় ৪ শতাংশ বিদেশি পর্যটক। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর এপ্রিল মাসে বিহারে মদে নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিধানসভা নির্বাচনের প্রচারে ক্ষমতায় এলে মদ্যপান পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

সূত্র : ইন্ডিয়া টুডে।

LEAVE A REPLY