র‍্যাংকিংয়ে শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

কাতার বিশ্বকাপের আগে শেষবারের মতো র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ দুটি জিতে শীর্ষেই অবস্থান করছে ব্রাজিল। সে ক্ষেত্রে শীর্ষে থেকেই কাতার বিশ্বকাপে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ছাড়া শীর্ষ পাঁচে হয়নি আর কোনো রদবদল।

আগের অবস্থানেই আছে বাংলাদেশ।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ঘানাকে ৩-০ গোলে হারানোর পর তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। এই দুই জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে ব্রাজিলের। দ্বিতীয় অবস্থানে বেলজিয়াম, এরপরেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সময়টা ভালো কাটছে না। এর পরও আগের অবস্থানেই (চতুর্থ) আছে তারা। পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড। স্পেনকে এক ধাপ নিচে নামিয়ে দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইতালি। পরের তিনটি স্থানে যথাক্রমে আছে নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।

আগের মতোই ১৯২তম অবস্থানে আছে বাংলাদেশ। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতলেও নেপালে কাছে ৩-১ ব্যবধানে হারায় উন্নতি হয়নি জামাল ভুঁইয়াদের।  

LEAVE A REPLY