‘রিয়ালের ৭-১ গোলে জেতা উচিত ছিল’

চলতি মৌসুমে এখনো অপরাজিত আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পর চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় কার্লো আনচেলত্তির দল। গত রাতে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েও কোনোমতে জিতেছে রিয়াল। মিডফিল্ডার টনি ক্রুস তাই বলছেন, আরো গোল করা উচিত ছিল তাদের।

গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষকে চেপে ধরে ২৮ মিনিটের মধ্যে রদ্রিগো ও ভিনিসিয়ুসের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লস ব্লাংকোরা। দুই গোলে এগিয়ে থাকার পরও আক্রমণের ধার কমেনি রিয়ালের। ৩৬ শটের ১৪টি লক্ষ্যে রেখেও আর কোনো গোল করতে পারেনি। উল্টো এক গোল খেয়ে বসে তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস বলেছেন, ‘কখনো কখনো এ রকম ম্যাচ আসে, যখন সব কিছু ঠিকঠাক করার পরও গোল যথেষ্ট হয় না। আজকে আমাদের ৭-১ গোলে জেতা উচিত ছিল। যতগুলো সুযোগ আমরা পেয়েছি, বিশ্বাস করা কঠিন যে মাত্র ২-১ গোলে জিতেছি। শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হয়েছে আমাদের। কারণ ব্যবধান ছিল মাত্র এক গোলের এবং কোনো ভুল করলেই সেটার খেসারত দিতে হতো। ’

চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।  

LEAVE A REPLY