মৌসুমের শুরু থেকেই ধুকছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। লা লিগায় ৭ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। চ্যাম্পিয়নস লিগেও তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি দলটি। আর এতে কপাল পুড়েছে কোচ হুলেন লোপেতেগির।
টানা ব্যর্থতার কারণে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে তাকে।
গতরাতে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় সেভিয়া। ডর্টমুন্ডের বিপক্ষে ভরাডুবির পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় লোপেতেগিকে। ম্যাচের পর ক্লাব ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ম্যাচ শেষে আনুষ্ঠানিক ভাবে কথা বলেন লোপেতেগি। ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি,’ক্লাবের সভাপতি আমাকে নিশ্চিত করেছে যে, আমি আর ক্লাবের দায়িত্বে নেই। অসাধারণ তিনটি বছর কাটিয়েছি এখানে। এই মৌসুমের শুরুটা ভাল করতে পারিনি। তাই ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। আমি তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেভিয়ায় আমাকে অসাধারণ সময় উপহার দেওয়ার জন্য সবাইকে এবং খেলোয়াড়দের ধন্যবাদ। এমন একটা দলকে ছেড়ে যেতে হবে, তাই আমি হতাশ। কারণ দলটাকে আমি খুব ভালোবাসি। ‘ ২০১৯ সালের জুনে সেভিয়ার দায়িত্ব নিয়েছিলেন লোপেতেগি।
দ্বিতীয় মেয়াদে সেভিয়ার দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলি। তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।