ইউক্রেনে বেহাত ভূখণ্ড আবার দখলে নেবে রাশিয়া: ক্রেমলিন

মুখপাত্র দিমিত্রি পেসকভ-ছবি:এএফপি

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন অধিভুক্ত অঞ্চলের বেহাত হয়ে যাওয়া ভূখণ্ড আবার দখল করা হবে। কোনো দিন তা ফিরিয়ে দেওয়া হবে না।

সাংবাদিকদের পেসকভ বুধবার বলেন, অধিভুক্ত করে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডগুলো চিরদিনই রাশিয়ার থাকবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন বাহিনী পূর্ব ইউক্রেনের বেশ কিছু অঞ্চল ও গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার হাত থেকে কেড়ে নিয়েছে।বিজ্ঞাপনতাদের অগ্রাভিযান এখনো চলছে।

রাশিয়া ইউক্রেনীয় অঞ্চলগুলো কাগজে-কলমে জুড়ে নিলেও, সঠিক কোনো সীমানার ব্যাপারে এখনো জানায়নি। এ প্রসঙ্গে পেসকভ বলেন, রাশিয়ায় যোগ দিতে চায় এমন জনসাধারণের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। সূত্র: বিবিসি, এএফপি

LEAVE A REPLY