গৃহবন্দিত্ব থেকে পালিয়েছেন সেই রুশ সাংবাদিক

টিভিতে খবর চলার সময় ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে আলোচিত সেই রুশ টিভি সাংবাদিক গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে গেছেন। মেরিনা ওভসানিকোভা নামে ওই সাংবাদিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন, তিনি পালিয়েছেন কারণ রাষ্ট্রের কাছে তার জবাবদিহির মতো কোনো ঘটনা ঘটেনি।

মেরিনা ওভসানিকোভাকে ৩০ সেপ্টেম্বর দুই মাসের জন্য গৃহবন্দী থাকার আদেশ দেওয়া হয়েছিল। রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পর্কে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে ১০ বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।

শনিবার রাশিয়া টুডে জানিয়েছিল, ওভসানিকোভা তার ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে গৃহবন্দিত্বের সাজা অমান্য করে পালিয়ে গেছেন।

রয়টার্সকে ওভসানিকোভা বলেন, ‘আমি নিজেকে সম্পূর্ণ নির্দোষ মনে করি। যেহেতু আমাদের রাষ্ট্র তার নিজস্ব আইন মেনে চলতে অস্বীকার করে, তাই আমিও ৩০ সেপ্টেম্বর থেকে আমার ওপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করে নিজেকে এ থেকে মুক্ত করে নিচ্ছি। ’

মেরিনা ওভসানিকোভার আইনজীবী বলেছেন, বুধবার সকালে একটি জেলা আদালতে শুনানির জন্য তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তদন্তকারীরা তাকে খুঁজে পাননি। সূত্র: বিবিসি

LEAVE A REPLY