আরো ২ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আজ বৃহস্পতিবার আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিবিসি জানিয়েছে, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ল কিম জং উনের দেশটি।

পিয়ংইয়ং গতকাল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জন্য ‘শুধু পাল্টা ব্যবস্থা’  নেওয়া হচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক এবং জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার মধ্যেই বৃহস্পতিবার নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে ছুড়েছে পিয়ংইয়ং।

জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছরে এ নিয়ে ৪০ বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি।

এর আগে গত মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে ছুড়েছে উত্তর কোরিয়া। এ ঘটনার জেরে জাতিসংঘে জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র।

পিয়ংইয়ং বৃহস্পতিবার আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এবং জাপান সরকার। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, গত মাস থেকে অল্প সময়ের ব্যবধানে তারা ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। এটা কোনোভাবেই সহ্য করা যায় না ।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া কোনো পূর্ব-সতর্কতা বা পরামর্শ ছাড়া অন্য দেশের দিকে বা তার ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। তার পরেও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

সূত্র: বিবিসি।

LEAVE A REPLY