খেরসনে রাশিয়ার নিয়োগকৃত একজন কর্মকর্তা রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও সেনা কমান্ডারদের ওপর ক্ষোভ ঝেড়েছেন।
কিরিল স্ত্রেমোসোভ নামের ওই কর্মকর্তা বলেছেন, সামরিক ব্যর্থতার দায়ে প্রতিরক্ষামন্ত্রীর ‘নিজেকে নিজে গুলি করা উচিত’।
রুশ কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রীর এমন খোলাখুলি সমালোচনা বেশ বিরল।
কিরিল স্ত্রেমোসোভ খেরসনে রাশিয়ার প্রশাসনের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেছেন, সামরিক অভিযানে রুশ সেনাদের ব্যর্থ হওয়ার বিষয়টি বুঝতে পারছেন না সেনা কমান্ডার ও মন্ত্রী।
টেলিগ্রামে প্রকাশ করা চার মিনিটের একটি ভিডিওতে কিরিল স্ত্রেমোসোভ বলেছেন, এমনকি অনেকে বলছেন: যদি তারা প্রতিরক্ষামন্ত্রী হত, যে এমন কিছু হতে দিয়েছে, তারা পারলে, অফিসার হিসেবে, নিজেদের গুলি করত। কিন্তু আপনি জানেন অনেকের কাছে অফিসার শব্দটি বোধগম্য নয়।
রাশিয়ার নিয়োগকৃত এ কর্মকর্তা এমন সময় এ মন্তব্য করলেন যখন পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে সরে গেছে রুশ সেনারা।
রুশ সেনারা এসব অঞ্চল থেকে পিছিয়ে যাওয়ার পর উচ্চপদস্থ অনেক জায়গা থেকে সমালোচনা শুরু হয়েছে।
সূত্র: আল জাজিরা