বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি মারা গেছেন

বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি

বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি মারা গেছেন।  আজ শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই বছরের শুরুর দিকে বিরল দীর্ঘমেয়াদি রোগ মায়াস্থেনিয়া গ্র্যাভিসে আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ অভিনেতা।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

বর্ষীয়ান এই অভিনেতা বলিউডের ব্লকবাস্টার চলচ্চিত্র থ্রি ইডিয়টস, কেদারনাথ, পানিপথ এবং আরো অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন। টিভি নাটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি।

kalerkantho

অরুণ বালি

অরুণ বালির ছেলে অঙ্কুশ পিটিআইকে বলেছেন যে তাঁর বাবা মায়াস্থেনিয়া গ্রাভিস রোগে ভুগছিলেন, যার জন্য তাকে এই বছরের শুরুতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছিলেন, কিন্তু আজ ভোরে অপ্রত্যাশিতভাবে মারা যান।

তিনি আরো বলেন, ‘দুই-তিন দিন ধরে বাবার মেজাজ খারাপ ছিল। তিনি কেয়ারটেকারকে বলেছিলেন যে তিনি ওয়াশরুমে যেতে চান এবং বাইরে আসার পর তিনি তাকে বলেছিলেন যে তিনি বসতে চান। এরপর তিনি আর ওঠেননি। ’

kalerkantho

ছেলে অঙ্কুশের সঙ্গে অরুণ বালি

অরুণ বালি চলচ্চিত্র নির্মাতা লেখ ট্যান্ডনের ‘দুসরা কেওয়াল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। ২০০০-এর দশকে কুমকুম-এ হর্ষবর্ধন ওয়াধওয়ার চরিত্রে ‘দাদার’ ভূমিকার জন্য খ্যাতি অর্জন করেছিলেন তিনি, যার জন্য তিনি জনপ্রিয় পুরস্কারও পেয়েছিলেন। তিনি একজন প্রযোজকও ছিলেন, যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০২২ সালের ১১ আগস্ট মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’তেও তাকে পর্দায় দেখা গিয়েছিল।  তাঁর শেষ চলচ্চিত্র ‘গুডবাই’ শুক্রবার মুক্তি পেয়েছে। সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং রশ্মিকা মান্দানাকে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


LEAVE A REPLY