বাংলাদেশের মাটিতে ভারতকে হারাল পাকিস্তান

ছবি : ক্রিকইনফো

ক্রিকেট মাঠের বাইশ গজে আরেকটি ভারত-পাকিস্তান লড়াই হয়ে গেল। মেয়েদের এশিয়া কাপের লড়াইয়ে শেষ হাসি হাসল পাকিস্তান। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতকে ১৩ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। পাকিস্তানের ১৩৭ রান তাড়া করতে নেমে ভারত ১৯.৪ ওভারে ১২৪ রানে অল-আউট  হয়ে যায়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানের ওপেনিং জুটি পায় পাকিস্তান। দুই ওপেনার মুনিবা আলী ১৭ আর সিদরা আমিন ১১ রান করেন। তিনে নেমে অধিনায়ক বিসমাহ মারুফ খেলেন ৩৫ বলে ৩২ রানের ধীরগতির ইনিংস। তবে নিদা দারের ৩৭ বলে অপরাজিত ৫৬* রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান। চার ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। ভারতের হয়ে ২৭ রানে ৩ উইকেট নেন স্পিনার দিপ্তি শর্মা। এছাড়া পূজা বস্ত্রকার ২টি, রেনুকা সিং নেন ১ উইকেট।

রান তাড়ায় নেমে ভারত ভালোই শুরু করেছিল। নিয়মিত উইকেট হারালেও জোরেশোরেই ঘুরছিল রানের চাকা। তবে সময়ের সঙ্গে সঙ্গে রান ও বলের ব্যবধান বাড়তে থাকে। শেষ ওভারে দরকার ছিল ১৮ রানের। হাতে উইকেট ছিল মাত্র ১টি। ২ বল বাকি থাকতেই অল-আউট হয় ভারত। সর্বোচ্চ ২৬ রান করেন উইকেটকিপার রিচা ঘোষ। এছাড়া হেমালতা ২০, আর দিপ্তি শর্মা ১৬ রান করেন। পাকিস্তানের হয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন নাশরা সান্ধু। ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল এবং নিদা দার।

LEAVE A REPLY