ছবিঃ মীর ফরিদ
শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা করল সিঙ্গাপুর। ইয়েমেনের আক্রমণ সামলে প্রতিআক্রমণে যাওয়ার চেষ্টায় ছিল দলটি। কিন্তু সময় যত গড়িয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেন। প্রথমার্ধে তিন গোল করে চালকের আসনে বসে তারা।
দ্বিতীয়ার্ধেও চলে ইয়েমেনের আধিপত্য। সিঙ্গাপুরকে চাপে ফেলে তুলে নেয় আরো তিন গোল। এর ফলে টানা দ্বিতীয় জয় পায় ইয়েমেন।
শুক্রবার কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারায় ইয়েমেন। জোড়া গোল করেন ফয়সাল আল সালামি। একটি করে গোল সাঈদ আব্দুল্লাহ, আব্দুল নবী, ইসাম আব্দুলাতেফ ও মোক্তার মুনাফাক।
বাছাইয়ের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারায় ইয়েমেন। বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল সিঙ্গাপুর। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে ইয়েমেন। প্রথম ম্যাচে জেতা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আজ সন্ধায় লড়বে ভুটানের বিপক্ষে।
ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে ইয়েমেন। ২১তম মিনিটে অল্পের জন্য গোল পায়নি তারা। ইসাম আব্দুলআতেফের ফ্রিকিকে দারুনভাবে মাথা লাগান মোহাম্মদ গাবের কিন্তু তা দূরের পোস্টে লেগে ফিরে আসে। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৩০তম মিনিটে এগিয়ে যায়। আব্দুল নবীর হেড ক্রসবারে প্রতিহত হলে ফিরতি বল শুয়ে পড়া সাঈদ আব্দুল্লাহর হাঁটুতে লেগে গড়িয়ে গড়িয়ে জালে জড়ায়। ৪২তম মিনিটে ব্যবধান বাড়ায় ইয়েমেন। আব্দুলআতেফের কাটব্যাক বুক দিয়ে নামিয়ে ডান পায়ের সাইড ভলিতে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন আব্দুল নবী। দুই মিনিট বাদেই তিন গোলে এগিয়ে যায় ইয়েমেন। অধিনায়ক ইসাম আব্দুলাতেফের শট সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে গোলকিপারের সামনে ড্রপ পরে তার মাথার উপর দিয়ে গিয়ে বল জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধেও চলে ইয়েমেনের দাপট। কোনো আক্রমণ করতে পারেনি সিঙ্গাপুর। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৫৬তম মিনিটে চতুর্থ গোল পেয়ে যায় ইয়েমেন। নিজেদের অর্ধ থেকে আসা বল ডানপ্রান্তে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে গোল করেন ফয়সাল আল সালামি। ৬৮ মিনিটে ব্যবধান ৫-০ করে ফেলে ইয়েমেন। মাঝমাঠ থেকে ওয়াহিব নোমানের মাপা ক্রস গিয়ে পরে সিঙ্গাপুরের বক্সে, প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে দূরের পোস্টে জালে জড়ান ফয়সাল আল সালামি। ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।
৭৫তম মিনিটে পেনাল্টি পায় ইয়েমেন। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন গোলকিপার ওয়াদহাহ আনোয়ার। তার নেওয়া পানেনকা শট জায়গায় দাঁড়িয়ে রুখে দেন সিঙ্গাপুর গোলকিপার। ৮৬তম মিনিটে ষষ্ঠ গোল এনে দেন মোক্তার মিনাফাক। আগামী ৯ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে ইয়েমেন।