ছবি : এএফপি
অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা স্বপ্নের মতো হয়েছে সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার টিম ডেভিডের। নিয়মিতই খেলছেন বিধ্বংসী ইনিংস। অভিজ্ঞ ডেভিড ওয়ার্নার তো আছেনই। আজ এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতে ধ্বংসযজ্ঞ চালালেন মিচেল স্টার্ক।
এই ত্রয়ীর পারফর্মেন্সে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ৩১ রানে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার।
ব্রিসবেনে টস হেরে ব্যাটিংয়ে নামা অজিদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানেই আলঝারি জোসেফের শিকার হন ক্যামেরন গ্রিন (১)। অন্যদিকে ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গী হন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (১৫)। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ৮৫ রানের দারুন জুটি। যাতে সিংহভাগ অবদান ওয়ার্নারের। বিধ্বংসী এই ওপেনার থামেন ৪১ বলে ১০ চার ৩ ছক্কায় ৭৫ রানে। তাকে কট অ্যান্ড বোল্ড করেন ওডেন স্মিথ।
এছাড়া স্টিভ স্মিথ ১৬ বলে ১৭ আর রান-আউট হওয়ার আগে ম্যাক্সওয়েল করেন ৪ বলে ১ রান। ছয়ে নেমে যথারীতি ঝড় তোলেন টিম ডেভিড। তার ব্যাট থেকে আসে ২০ বলে ৪২ রানের ঝলমলে ইনিংস। যাতে ছিল ৪টি চার এবং ৩টি ছক্কার মার। স্মিথের সঙ্গে তার পঞ্চম উইকেট জুটি ছিল ২৬ বলে ৫৬ রানের। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ১৭৮ রান। ২১ রানে ৩ উইকেট নেন আলঝারি জোসেফ।
রান তাড়ায় নেমে ৬ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। কাইল মেয়ার্সকে কট অ্যান্ড বোল্ড করেন মিচেল স্টার্ক। শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। ৯২ রানে পড়ে ৫ উইকেট। ৩০ বলে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার জনসন চার্লস। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান ব্রেন্ডন কিংয়ের। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। আরেক পেসার প্যাট কামিন্স নিয়েছেন ৩২ রানে ২টি। অজিদের বোলিং তোপে ৮ উইকেটে ১৪৭ রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা।