বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আন্দোলন সফল হওয়ার পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্ত হবেন। পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এর বৈধতা দেওয়া হবে-এ ধরনের ইতিহাস বহু আছে। এটা হবে, ভয়ের কোনো কারণ নেই।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচন হবে না’ শীর্ষক এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেত্রী ফারজানা পুতুল প্রমুখ।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা যদি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে পারি, টার্মস অব রেফারেন্সে কাউকে মুক্তি দেওয়া এটা কোনো বিষয় নয়। এটা নির্ভর করবে আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি। ’
তিনি বলেন, যুগপৎ আন্দোলনে কোনো বাধা নেই। যে যার অবস্থান থেকে আন্দোলন করব। এটা হবে শেখ হাসিনা সরকারের কফিনে শেষ পেরেক।
বিএনপির এই নেতা বলেন, গতকালও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘জামায়াত-বিএনপি’। বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। যারা ধর্মীয় রাজনীতি করে তাদের সাথে নির্বাচন কেন্দ্রীক জোট হয়েছিল। এ অর্থ এই না, আওয়ামী লীগ সারাজীবন ‘বিএনপি-জামায়াত’ বলবে। সবাই যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করব-যার শক্তি যা আছে তাই নিয়ে রাজপথে থাকবে। এটা করায় একটা জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে। আমাদের বাইরে যারা আছে, তারা সবাই এক সাথে আন্দোলন করবে।