আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গাইবান্ধায় গেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এ সময় তার সাথে একঝাঁক সাবেক ছাত্রলীগ নেতাও গাইবান্ধায় পৌঁছান।
গাইবান্ধায় পৌঁছে প্রথমে তারা ছুটে যান প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার বাড়িতে। এ সময় এস এম কামাল হোসেন বাড়িতে উপস্থিত প্রয়াত ডেপুটি স্পিকারের ছোট ভাই বোনারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী ও তার স্ত্রী গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুদমিলা পারভিন ছন্দাসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন ও তাদের খোঁজখবর নেন।
এরপর প্রয়াত ডেপুটি স্পিকারের ছোট ভাইকে সাথে নিয়ে এস এম কামাল হোসেন গটিয়া গ্রামে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক পৌর মেয়র শাহ মাসুদ, জাহাঙ্গীর কবীর মিলন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু, কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফজলুল হক এবং আবু সাইদ খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহীন আহমেদ, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনি, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক দেওয়ান নূর ইয়ার টিটু, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা দেওয়ান তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে এস এম কামাল হোসেনের উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম লক্ষ করা গেছে। বিভিন্ন নির্বাচনে তার বিস্তর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধভাবে কাজ করানোর মাধ্যমে নৌকার বিজয় অর্জন করায় আশাবাদী স্থানীয় নেতৃবৃন্দ। রবিবার বেলা ১১টায় ফুলছড়ি উপজেলায় ও দুপুর ১টায় সাঘাটা উপজেলায় স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিনিধি সভা করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক।
আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান ও বিএনপি নেতা আলহাজ নাহিদুজ্জামান নিশাদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া প্রয়াত ডেপুটি স্পিকারের কন্যা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী থাকলেও মনোনয়ন পাননি। যদিও এখন পর্যন্ত দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে তাকে মাঠে নামতে দেখা যায়নি।