১৩টি নতুন গানের তালিকা প্রকাশ করলেন টেইলর সুইফট

টেইলর সুইফট

যদি কোনো কিছু আপনাকে রাতে জাগিয়ে রাখে, তাহলে আপনার সেই সমস্যা দুর করতে এসে গেছে টেইলর সুইফটের নতুন অ্যালবামটি। গ্র্যামি বিজয়ী এই গায়িকা বৃহস্পতিবার (৬ অক্টোবর) তাঁর আসন্ন অ্যালবাম ‘মিডনাইটস’ এর ট্র্যাকলিস্ট প্রকাশ করেছেন, যা ‘১৩ টি ঘুমহীন রাতের গল্প’ শোনাবে।  

সুইফট তাঁর ভক্তদেরকে বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত জাগিয়ে রাখেন এবং ঘন্টায় ঘন্টায় টিকটক-এ নতুন অ্যালবামের গানগুলোর নাম প্রকাশ করেন যা আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।  

kalerkantho

টেইলর সুইফট

এই সপ্তাহের শুরুতে শেয়ার করা একটি ভিডিওতে এই সুপারস্টার বলেছিলেন যে, আসন্ন অ্যালবামের ‘অ্যান্টি-হিরো’ তাঁর একটি প্রিয় গান।

গানটি তিনি নিজেই লিখেছেন। গানটিতে তিনি তাঁর নিরাপত্তাহীনতা এবং অনিয়ন্ত্রিত জীবনের সাথে তাঁর সংগ্রামের গভীর অনুসন্ধান প্রকাশ করেছেন।

৩২ বছর বয়সী গ্লোবাল এই আইকন এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরস্কার গ্রহণের সময় আগস্টে ‘মিডনাইটস’ আনার ঘোষণা করেছিলেন। এর আগে ২০২০ সালে এই গ্র্যামি পুরস্কার বিজয়ী তাঁর অ্যালবাম ‘ফোকলোর’ এবং এর ফলো-আপ ‘এভারমোর’ মুক্তি দেন মাত্র পাঁচ মাসের ব্যবধানে।

অ্যালবামটির গানগুলো সম্পর্কে তিনি জানিয়েছেন, সাইড এ’তে রয়েছে ‘ল্যাভেন্ডার হ্যাজ, মেরন, অ্যান্টি-হিরো, স্নো অন দ্য বিচ, ইউ আর অন ইউর ওউন কিড এবং মিডনাইট রেইন। ’

kalerkantho

অপরদিকে সাইড বি’তে রয়েছে ‘কোয়েশ্চেন, ভিজিলান্ট এস, বেজওয়েল্ড, লেবিরিন্থ, কর্মা। ’ কর্মা ট্র্যাকটি র‍্যাপার কানি ওয়েস্ট এবং রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে তাঁর নাটক সম্পর্কে গুজব নিয়ে তৈরি। এখানে আরো রয়েছে সুইট নাথিং এবং মাস্টারমাইন্ড।

২০০৮ সালের ‘ফিয়ারলেস’ এবং ২০১২ সালের ‘রেড’ অ্যালবামের পুনঃরেকর্ড করা ‘টেলরস সংস্করণ’ গত বছর অনেক ধুমধাম করে প্রকাশ করেছিলেন টেইলর।

সূত্র : লস এঞ্জেলস টাইমস

LEAVE A REPLY