উদীয়মান নির্মাতা মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমাটি আগামী ১৪ অক্টোবর সারা দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে।
ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পারভেজ আবির চৌধুরী ও আচঁল আঁখি।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সিনেমাটির চমকপ্রদ ট্রেলারে ঢালিউডের উপস্থিত সিনেমা পরিচালকদের প্রশংসা জোয়ারে ভেসেছেন দুই নায়ক-নায়িকা। তারা সিনেমার নতুন নায়ক আবিরের মাঝে ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনের ছায়া খুঁজে পেয়েছেন।
সম্প্রতি গুলশান শুটিং ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবিরের ফাস্ট লুক দেখে আবির চৌধুরীকে ভারতের দক্ষিণী সিনেমার হিরো আল্লু আর্জুনের সঙ্গে তুলনা করেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু।
তিনি বলেন, ভারতের সাউথের ব্লকবাস্টার সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার নায়ক আল্লু আর্জুনের মতো আবিরের অভিনয়ের ধারা মিলে গেছে। আমি পোস্টার দেখে অবাক হয়েছি! একদম আল্লু আর্জুন! আবির হলো আমাদের বাংলার আল্লু আর্জুনের ছায়া।
এ ব্যাপারে ঢালিউডের চলচ্চিত্রের অভিনেতা আবির চৌধুরী বলেন, ‘আল্লু অর্জুনের সঙ্গে তুল্যতা আমাকেও পুলকিত করেছে। হয়তো আমাকে তেমনটাই লাগছে, কিন্তু সবসময় আমি বিশ্বাস করি সত্ত্বায়। নিজের তুলনা নিজেই। ছবির স্টাইল এবং চরিত্রগুলো কিছু গতানুগতিক মিল থাকতেই পারে। তবে আমি বাংলাদেশের অ্যাকশন নির্ভর ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন ধারা সৃষ্টি করতে চাই।’
রাগী সিনেমার নায়িকা আচঁল আঁখি বলেন, ‘এটা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এরকম মারদাঙ্গা ছবিতে আমার আগে কখনো অভিনয় করার অভিজ্ঞতা ছিল না। তাই শুরু থেকে ছবিটির অভিনয় আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। আমার বিশ্বাস এই চলচ্চিত্রটি দর্শকের শতভাগ বিনোদনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। ’
অনুষ্ঠানে আবিরের সাবলীল অভিনয়ের দক্ষতার ভূয়সী প্রশংসা করে আঁচল বলেন, ‘আমাদের দেশে নায়ক বলতে শুধু চকলেট বয়ের মতো হতে হবে কেন? নায়ক আবির চৌধুরী তার ব্যক্তিত্ব ভরাট গলা সেটাকে ভুল প্রমাণ করেছেন।’

এদিকে অ্যাকশন কুইন মুনমুন ‘রাগী’ সিনেমার মধ্য দিয়ে খল নায়িকা হিসেবে নিজেকে প্রথম আত্মপ্রকাশ করলেন। সেই চরিত্রটিও তার জন্য নতুনত্বের মাঝে চ্যালেঞ্জ বলা যেতে পারে।
লাস্যময়ী আবেদনময়ী নায়িকা আঁচল আর মৌমিতার সঙ্গে শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন প্রমুখকে ঘিরে সিনেমাটির গল্পটি ষোলকলায় পূর্ণতা পেয়েছে।