রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণ হলো কিভাবে?

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ড সংযোগকারী ক্রিমিয়া ব্রিজে শনিবার স্থানীয় সময় সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। 

২০১৮ সালে ব্রিজটি উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এটি অত্যন্ত সুরক্ষিত একটি ব্রিজ৷ এমন একটি ব্রিজে কিভাবে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল?

সুইজাল্যান্ডের সামরিক বিশেষজ্ঞ আলেক্সান্দ্রে ভাউতারেবেস বলেছেন, শুধুমাত্র ট্রাকে বিস্ফোরণের কারণে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটেনি৷ 

তিনি আরও বলেছেন, সম্ভবত ট্রাকে বিস্ফোরক নিয়ে যাওয়া হয়েছে। আমরা কয়েকশ কিলোগ্রাম বিস্ফোরণের কথা বলছি, খুব সম্ভবত এগুলোও এত বড় বিস্ফোরণ ঘটাতে পারবে না। 

তিনি আরও বলেন, নিশ্চিতভাবে এটি পিচের, ব্রিজের দৃশ্যমান অংশটি, ব্রিজের কার্যক্রমের অংশটির ক্ষতি করতে যাচ্ছে৷ কিন্তু পুরো অবকাঠামোটির কোনো ক্ষতি হবে না৷ 

এদিকে স্থানীয় সময় রাতে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় ক্রিমিয়া ব্রিজটি আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রিতভাবে যান চলাচল শুরু হয়েছে৷ তাছাড়া পাশে থাকা রেল ব্রিজটিও সচল হয়েছে। 

ক্রিমিয়া ব্রিজে হামলার বিষয়টি এখনো সরাসরিভাবে স্বীকার করেনি ইউক্রেন৷ তবে তারা আকার ইঙ্গিতে বুঝিয়েছে তারাই এ হামলা চালিয়েছে৷ 

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY