মনিরা মিঠু ও অপূর্ব
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর প্রশংসায় মেতে উঠলেন আরেক গুণী অভিনেত্রী মনিরা মিঠু। অপূর্বর ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। কোনো কারণ ছাড়াই এই অভিনেতার প্রশংসা করেছেন বলেও জানিয়েছেন টিভির জনপ্রিয় মুখ মনিরা মিঠু।
অভিনেত্রী মনিরা মিঠু
আজ রবিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে মনিরা মিঠু নায়ক অপূর্বর প্রশংসায় একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসের শুরুতেই তিনি লিখেছেন, ‘কোনো প্রসঙ্গ ছাড়াই আমি প্রশংসা করেছি। ’ এরপর অপূর্বের প্রশংসায় তিনি লেখেন, ‘নায়ক অপূর্ব! সে নায়ক তো বটেই, সবার আগে সে মানুষ। ’
সহশিল্পীদের প্রতি অপূর্বর সম্মানজনক আচরণের কথা উল্লেখ করে মনিরা মিঠু লিখেছেন, ‘সে ভদ্র, বিনয়ী। সহশিল্পীর প্রতি সম্মানবোধ, সহশিল্পীর প্রতি দায়বদ্ধতা এবং সিনিয়র শিল্পীর সম্মানটা সে মাথার মগজে রাখে। ’
অপূর্বের সৌজন্যতা উল্লেখ করে অভিনেত্রী আরো লিখেছেন, ‘তাঁর (অপূর্ব) মুখে কখনো কারো সম্পর্কে একটি কটু কথাও শুনিনি। বরং সুনামটাই করে উদার চিত্তে। দুনিয়াটাই দুদিনের, খ্যাতি-জনপ্রিয়তা কয়দিনের? এইটাও সে তাঁর চিন্তা-চেতনায় রাখে!’
জিয়াউল ফারুক অপূর্ব
মনিরা মিঠুর এই স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা মন্তব্য করতে শুরু করেছেন। সেই সঙ্গে মন্তব্য করছেন তারকারাও।
গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ পোস্টটিতে মন্তব্য করে লিখেছেন, ‘আমার খুবই প্রিয় সে। একজন ভদ্র, স্বশিক্ষিত মার্জিত মানুষ। ’ নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘সহমত মনিরা আপা। ’ এমনকি অপূর্ব নিজেও সেই পোস্টে মন্তব্য করেছেন। একটি ভালোবাসার চিহ্ন (ইমোজি) দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
এ ছাড়া একের পর এক মন্তব্য করে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন মনিরা মিঠুকে। সহকর্মীর প্রতি মনিরার এমন উদারতা এবং অনুভূতির প্রকাশ দেখে মুগ্ধ হয়েছেন সবাই।