মেসি-রোনালদোকে টপকে শীর্ষ ধনী ফুটবলার এমবাপ্পে

ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে গত কয়েকমাস ধরেই সমালোচনা হচ্ছে। সেটা অবশ্যই তার পারফর্মেন্সের জন্য নয়; কারণ মাঠে বল পায়ে আগের মতোই দুর্দান্ত এমবাপ্পে। সমালোচনার কারণ- পিএসজি সতীর্থ নেইমারের সঙ্গে বিরোধ। তাছাড়া আরেক সতীর্থ লিওনেল মেসিকেও নাকি তিনি পছন্দ করেন না।

এমন নেতিবাচক আলোচনার মাঝেই ইতিবাচক খবরের শিরোনাম হলেন ফরাসি তারকা।

ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায় এবার বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে গত আট বছরের মধ্যে এই প্রথমবারের মতো এই তালিকার শীর্ষস্থান হারালেন হালের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২২-২৩ মৌসুমে এমবাপ্পের সম্ভাব্য আয় হবে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার। এর থেকে অবশ্য এজেন্ট ফি বাদ যাবে। তারপরও ফোর্বসের বার্ষিক র‌্যাংকিংয়ে এই অর্থ শীর্ষস্থান দখল করেছে।

এমবাপ্পের পিএসজি সতীর্থ মেসি ১২০ মিলিয়ন ডলার আয় করে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা রোনালদোর আয় ১০০ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচে থাকা অপর দুই খেলোয়াড় হলেন পিএসজির নেইমার (৮৭ মিলিয়ন ডলার) ও লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৫৩ মিলিয়ন ডলার)। দুর্দান্তভাবে প্রিমিয়ার লিগ শুরু করা আর্লিং হালান্ড ৩৯ মিলিয়ন ডলার আয় করে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

এই তালিকায় ৩০ বছর বয়সের নীচে আছেন দুজন- এমবাপ্পে ও নরওয়েজিয়ান হালান্ড। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী মেসি ও রোনালদো তাদের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষে পৌঁছে গেছেন। আর সে কারণেই এখন তালিকার শীর্ষস্থানগুলো ধীরে ধীরে এমবাপ্পে-হালান্ডদের দখলে চলে যাচ্ছে।   ধারণ করা হচ্ছে, এবারের মৌসুমে শীর্ষ ১০ খেলোয়াড় সব মিলিয়ে রেকর্ড ৬৫২ মিলিয়ন ডলার আয় করবেন। যা গত বছরের ৫৮৫ মিলিয়ন ডলারের তুলনায় ১১ শতাংশ বেশি।

LEAVE A REPLY