ক্রাইস্টচার্চে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করছে টাইগাররা। অবশেষে বাংলাদেশের একাদশে জায়গা হয়েছে নাজমুল হোসেন শান্তর।
মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওপেনিং করেছেন শান্ত।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৮ ওভারে ২ উইকেটে ৫৪ রান। শান্ত ২৬ বলে ৩১ ও আফিফ হোসেন ১ বলে ১ রানে ব্যাট করছেন।
৫ বলে ৫ রান করে সাজঘরে ফিরেছেন মিরাজ। এরপর দ্বিতীয় উইকেটে শান্ত-লিটন জুটি যোগ করে ৪১ রান। এরপর ১৬ বলে ১৫ রান করা লিটন দাস মাইকেল ব্রেসওয়েলের শিকারে পরিণত হন।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুদলই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। বাংলাদেশ হেরেছে ২১ রানে, আর কিউইরা ৬ উইকেটে।