সামনেই এল ক্ল্যাসিকো; তার আগে দলের পারফর্মেন্সে ক্ষুব্ধ জাভি

ছবি : এএফপি

সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। গতকাল রবিবার রাতের এই ম্যাচে দল পূর্ণ তিন পয়েন্ট পেলেও খুশি হতে পারছেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। শিষ্যদের পারফর্মেন্সে তিনি ভীষণ ক্ষুব্ধ। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধের পারফর্মেন্সে।

খেলা শেষে নিজের ক্ষোভ গোপন করেননি বার্সা কোচ।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ১৭তম মিনিটে। এক সাক্ষাতকারে জাভি বলেন, ‘আজ আমাকে কড়া আত্নসমালোচনা করতে হবে। প্রথমার্ধ ভালো ছিল, দ্বিতীয়ার্ধে আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করা বন্ধ করে দেই। মনস্তাত্ত্বিকভাবে আমরা পিছিয়ে পড়ি। দল যখন ভালো খেলবে না তখন তিন পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। আমরা টানা সাত ম্যাচ জিতেছি। আমাদের ইতিবাচক দিকগুলো দেখতে হবে। একটা দুর্দান্ত পারফরম্যান্স না আসা পর্যন্ত এমন ম্যাচগুলো আমাদের উতরে যেতে হবে। ‘

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রতিপক্ষ ইন্টার মিলান। আর লা লিগায় বার্সেলোনার পরবর্তী মিশন ‘এল ক্ল্যাসিকো’।  আগামী রবিবার এই আকর্ষণীয় লড়াইটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের মাঠে। গত মৌসুমের ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচটাই অনুপ্রেরণা দিচ্ছে জাভিকে, ‘ক্লাসিকো সবসময় অননুমেয়। গত বছর আমরা খারাপ ফর্ম সঙ্গী করে খেলতে গিয়েছিলাম এবং তারপরও  ৪-০ ব্যবধানে জিতে যাই। এবারও আমরা গতবারের মতো ম্যাচ জয়ের জন্য দৃঢ়তা দেখানোর চেষ্টা করব। ‘

LEAVE A REPLY