হার্ট অ্যাটাকের গুজবে বিরক্ত উদিত নারায়ণ

প্রখ্যাত সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ

উদিত নারায়ণ হার্ট অ্যাটাক করেছেন, এমন একটি সংবাদ হঠাৎ ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংবাদটি ভাইরাল হবার পর বেশ নড়েচড়ে বসেছিল বলিউডসহ তাঁর ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্খীরা। খবরটির প্রতিক্রিয়া জানিয়ে একের পর এক স্ট্যাটাস ও টুটটে বেশ সরগরম হয়ে উঠেছিল অনলাইন জগত। তবে কিংবদন্তি এই গায়কের হার্ট অ্যাটাকের সংবাদটি নিতান্তই ভুয়া সংবাদ, এমনটাই জানালেন তাঁর ম্যানেজার।

kalerkantho

উদিত নারায়ন

উদিত নারায়নের ম্যানেজার স্পষ্ট জানিয়েছেন যে উদিত ভালো আছেন এবং পুরোপুরি সুস্থ আছেন। কেন সোশ্যাল মিডিয়ায় এসব খবর ভাইরাল হচ্ছে তা তারা জানেন না। এরই মধ্যে এ ভুয়া সংবাদটি নিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম স্তম্ভ উদিত নারায়ন।

ভারতীয় গণমাধ্যম ‘আজতাক’-এর সঙ্গে আলাপকালে উদিত বলেন, ‘দশেরা উপলক্ষে এই ধরনের গুজব আমার বয়সকে বাড়িয়ে দিয়েছে। যে মানুষ এত হাসে তার হার্ট অ্যাটাক হয় কিভাবে? আমি এখনো হাসছি। ’

kalerkantho

এ গায়ক আরো বলেছেন, ‘আমার পরিবারের সদস্য, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এই ভুয়া সংবাদে বিরক্ত হয়েছে। অনেক ফোন পাচ্ছিলাম। আমিও বিরক্ত হয়েছি।  এরপর আমাকে আমার ভিডিওটি ফ্যামিলি গ্রুপে রাখতে হয়েছিল যেখানে আমি বলেছিলাম যে আমি ভালো আছি। আমি এসব গুজবকে পাত্তা দেই না, তবে পরিবারের সদস্যদের মন খারাপ দেখতে পারি না বলেই বিষয়টি নিশ্চিত করলাম। ’

এদিকে উদিত নারায়ণের ম্যানেজার বলেছেন যে তিনি সন্দেহ করছেন নেপাল থেকে কেউ গায়কের মৃত্যুর গুজবটি ছড়িয়েছে। কারণ যে নম্বর থেকে বার্তাটি ভাইরাল হয়েছে সেটি নেপালের কোড নম্বর। কিন্তু কেউ কেন এমন করল সেই বিষয়ে তাঁর কোনো ধারনা নেই বলেও জানিয়েছেন তিনি।

kalerkantho

ছেলের সঙ্গে উদিত নারায়ণ

শুধু ভারতেই নয়, গোটা এশিয়া মহাদেশের অন্যতম একজন প্রখ্যাত শিল্পী হিসেবেই উদিত নারায়ণকে বিবেচনা করা হয়। তাঁর সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি ৩৬টি ভাষায় ২৫ হাজারের উপর গান গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন ১৫০০ সিনেমায়। পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, পদ্মভূষণসহ বিবিসির সেরা ৪০ বলিউড গানের মধ্যে উদিতের রয়েছে ২১টি গান। অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না, দেব আনন্দ থেকে সর্বশেষ সালমান, শাহরুখ, আমির ও এই ঋতিক, রণবীরদের ঠোটেও উদিতের গান স্থান পেয়েছে। পর্দায় সবার ঠোটেই যেন সাবলীল উদিতের কণ্ঠ!

সূত্র : জুম নিউজ

LEAVE A REPLY